সৈকত শী












বিসর্জন




হে ঈশ্বর আর কত রক্ত স্নানে!
ঠান্ডা হবে তোমার শরীর
ভুলে গেছ জাবদা খাতার হিসাব?

কত মোমের গলনাঙ্কে ঘুচবে আঁধার?
আমি নবমী রাত সাজিয়ে রেখেছি
বিসর্জনের আগে মাতব সিঁদুর খেলায়

কলমের কাছে ভীত ঈশ্বর আল্লাহ
তোমরা দিচ্ছ চাপাতি'তে শান
আমি ধরেছি জয়ের গান ....



সৈকত শী সৈকত শী Reviewed by Pd on মে ০৯, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.