ডোডো পাখিদের
ভালোলাগায় উপচে যাই এমন ঝকঝকে চোখ দেখলে
আর সব কাঁধ বেয়ে নামা গ্ল্যামারাস পাঁচতারা আত্মবিশ্বাস
বয়স ফ্যাক্টর নয় , পদাধিকারেই আপনাকে আপনি বলছি
আপনাদের মত কিছু লুপ্তপ্রায় জীব দেখলে আমরা উল্লসিত হই
যেসব কারণে চিড়িয়াখানায় শীতকালে বেড়াতে আসে বাচ্চারা
বাবা মা সোৎসাহে শৌর্য চেনায় অদ্ভুত চেনায় সুন্দর চেনায়
আমিও চেয়ে চেয়ে দেখি কোর্টমার্শালের মুখে উদ্ধত আপনাকে
এইভাবে পারফ্যুম ছড়িয়ে পড়েছে রঙহীন শাসন থেকে
সময়হীন কাল থেকে যেভাবে সেলারে জমাই পুরনো মদ
আর আপনাদের টুপিতে আমাদের সপ্রসংশ পালক বাড়ছে
আমি বেশ দেখতে পাচ্ছি আপনার ঠোঁটে একটুকরো বাঁকা হাসি
আপনি ভালোই জানেন আমি আসলে আপাতত নখদন্তহীন
কালকেউটে যার বয়স হয়েছে এবং বৈদূর্যমণি হস্তান্তরিত
সিংহাসনের সোনার পাতে সহজে দাগ ছাপ ধরে না এবং
দেয়ালের দীর্ঘশ্বাস জানে পর্বান্তর ইতিবৃত্ত শাস্বত টেকনিক
এর পরও দেখতে পাচ্ছি ধারাবিবরণী দিচ্ছি অক্ষম আক্রোশের
সিংহতোরণে শ্বাস ফেলছে গণঅবিশ্বাস জেগে উঠছে আগুনপাহাড়
কে জানে কবে কোথায় একটাই ভুমিকম্পে সুনামি হতে পারে
আমাকেও রেয়াত করে নি করবে না নিরপেক্ষ ঘাত প্রত্যাঘাত
অতএব একটি অদৃশ্য ফ্লাইংকিস আর পতাকা নেড়ে যাচ্ছি সিগন্যালে
আপাত নিরীহ আকাশের দু একটা নীল পায়রা রাখে ঝড়ের খবরাখবর ...
শর্মিষ্ঠা ঘোষ
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন