"ক্যানভাসে ওরা "
শিকড়ের গভীরতা মাপতে
একটা তীব্রতা লাগে
বৃত্ত থেকে উঠে আসে
সহস্র আগুনকথা
রাতকান্নার গানে পা দুলে উঠলে
শহর নেমে আসে রাস্তায়
আমি তোমায় খুঁজি
ইঁটরক্তে লেগে থাকা স্খলনের পাঁজরে
মুহুর্ত থেকে সরে যাচ্ছি
পরিধির বাইরে
ধূনোর গন্ধে ভরে ওঠে বারাণসী
পশুপতি ঠায় দাঁড়িয়ে
ফিরে যাই আশি বছর
রঙ তুলির ক্যানভাসে
ছাপ ফেলে মৃতের স্তূপ...
অনু সোম ঘোষ
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন