আফ্রোদিতি ও ডুবকথা
কীভাবে যেন ঝড় হয়ে গেল সবকিছু
অক্ষর নেড়েচেড়ে ভগ্নস্তূপ বানিয়ে চলে গেল হঠাৎ
ভেঙ্গে পড়া পুরোনো দূর্গে আমি সেই আফ্রোদিতি-
হতভম্ভ.. অচেতন ডুব
পেছনে তাকালে এখনো কাঁপি ভুলে যাওয়া শীৎকারে,
কী দিলে তবে.. বলো কী?
পানকৌড়ি তো পরিযায়ী হয় না..
ডুব দিলেই ছুঁয়ে আসে আঁশগন্ধ,
শ্যাওলা ঠোঁটে -
কী করে তুললে তবে
অমন ধারালো জীবন?
সংযম আর সংসার দু'য়ে মিলে
সরিয়ে রাখা যায় ..
নির্বাণ লাভ করতে গিয়ে
পোড়া মন ছুঁয়ে এলো-
পরিযায়ী পাখির প্রথম সংগমস্থল,
আর তোমার নেভা সিগারেটে
দাউদাউ জ্বলল আমার আফ্রোদিতি চোখ
অথচ ঝড় ছিলো না সেদিন..
জেনে যাও বাতিস্তুতা...
পোড়া গন্ধে এখনো নিঃশ্বাস উগরে দিই আমি ...
মৌমিতা চন্দ্র
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন