ফারহানা খানম













বাস্তবতার ক্ষত




পরিপাটি আকাশটা দেখ কেমন ঝলমলে দ্যুতি ছড়ায় অথচ
তথাগত বিশ্বাসগুলো আঁকড়ে আছে সংস্কার নিয়ে
যেন অনাহূত লগ্নে উদ্ধত খড়গ, অবরুদ্ধ চোখে নিবিড় ক্ষোভ।

নপুংসক ক্রোধে নতজানু হই নিবিড় স্পর্শে
হ্যাঁ স্পর্শই করি মহাকাল প্রদত্ত আশ্বাস!
প্রাসঙ্গিক কোন বিষয়ে তর্কে মেতেছে কেউ!
পরিত্রাণ চায়? নাকি সমর্থন? নিজেও জানেনা। অদ্ভুত!
জেনেছি বাঁধ ভেঙেছে তুমুল উচ্ছ্বাসে
থরে থরে ফুটুক গাঢ় রক্তজবা!
এইতো চাই স্পর্শে যুদ্ধক্ষেত্র, জ্বলে উঠতে হবে আজ।
তবুও যন্ত্রণা, অবিভক্ত থাকা আজন্ম বিশ্বাস
চেতনার দুর্গে অটল দাঁড়িয়ে থাকবে অনন্তকাল।

প্রার্থনা করি এবার বিরতি টানুক কেউ আমার অস্তিত্বে
সবুজ হয়ে উঠুক বিবর্ণ পাতারা।
ফুলেরা বর্ণিল হোক সব পরিত্যক্ত ষ্টেশনে
দাঁড়িয়ে থাকা রেলগাড়িটা একবুক ধোঁয়া উড়িয়ে
এঁকে বেঁকে চলে যাক।
হয়ত এভাবেই দেরী হয়ে যায় দেখি শুধু ...
অন্তঃপুরজুড়ে সময়ের ঋণ
সত্যিই বাস্তবতার ক্ষত, বিক্ষিপ্ত জনপদের খণ্ড খণ্ড জীবন।


ফারহানা খানম ফারহানা খানম Reviewed by Pd on মে ০৯, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.