বন্দী স্মৃতি
যেটা এখন ও আছে তা হল
একটা চিলেকোঠা,
আলকাতরা রঙ গন্ধ হারানো
বাঁশ আর টালির চালের ।
অনেক গুলো বছর আগে এক সকালে তালা ঝুলে
বন্দী স্বপ্নপুরী ।
আমার আর কৃষ্ণার ।
ইঁট দিয়ে সাজানো দুটো সংসার সংসার বাড়ি,
মাটির পুতুল, রান্নাবাটি
আরো সব
আরো সব...
দুদিন পর জেঠি শুইয়ে ছিল উঠোনে, লাল শাড়ী চাপা দিয়ে, অনেক লোক আর
আলতা সিঁদুর মেখে ।
কিছুদিন আগে ছাদের এক ধারে নতুন স্টোর রুম হয়েছে, ঢালাই ছাদের ।
চাবি হারিয়ে
অবহেলাহীন ভাবে চিলেকোঠায়
আজ ও বন্দী
আমাদের স্মৃতিরা ।
রত্না ঘোষ
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন