![]() |
| পরিচিতি |
তোমার কথা
আমার কথা আকাশ ছুঁয়ে
তীব্র স্বরে আছড়ে পড়ে
মুহুর্তের আবেগ ঘন
জীবনের সন্ধিক্ষনে
নীরব রাতে ফুলের জটে
শব্দ হারায় ঝুড়ি বটে
তোমার কথায় সুরের আকাশে
আমার তারা হাসে
কখন যেন ঘুম ভাঙে
মুচকি হাসি ঠোঁটের কোণে
সন্দেহের ঘেরাটোপে
চোখের জল হাসে
শব্দ মালায়
প্রজাপতি
ভালোবাসো তাই ভালোবাসি
বাসার খোঁজে দিনরাতি
চোখের মণি সাজে
আমার কথা আকাশ ছুঁয়ে তীব্র স্বরে আছড়ে পরে
স্পন্দন হীন বাতির ঝাড়ে
কখন যেন আগুন জ্বলে।।।।।।।
মহুয়া চক্রবর্রী
Reviewed by Pd
on
মার্চ ২৬, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
মার্চ ২৬, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন