সফিউল্লাহ আনসারী

পরিচিতি  









মুক্তি দাও


দাও এবার !মুক্তি দাও ।
চাইনা অসহনীয় দুর্ভোগ;জীবন ধারায়
সময়ের সচলতা থামিয়ে দিওনা;প্লিজ ওহে দেশ দরদী !
ক্ষমতার মোহে কেনো আম-জনতার কপালে বেহাল দশা ?
উত্তর দাও !একটিবারও কি তোমাদের দৃষ্টির সীমানায় বোকা 
পাবলিকগুলোর অসহায়ত্ব ধরা পড়েনা ? কষ্ঠের তীব্রতা বাড়াও
শুধু কমাবে বলো কে ?দেশের কর্ণধার দাবীদার হয়েও উদাসীন
স্বার্ধবাদী হও কেনো বারবার ?দেশটাতো তোমার একার না !আমারও
আমাদেরও সকলে;সবার এই দেশ।বাংলাদেশ;আমার দেশ।গর্ব আমার সেরা
মুক্তি দাও;দাও এবার নিশ্চিন্ত বাঁচবার গ্যারান্টি!দেবে বলো ? ক্যানো দেবেনা
তাও বলো।একটিবার নিজের স্বাথটাকে জলঞ্জলি দিয়েই দেখোনা;প্লিজ !একটু স্বস্থির 
আশ্বাসে শান্তির হাওয়াও দাও নিরাপদ আশ্রয়ের নিশ্চয়তা।কথার ঝাপি চাইনা আর চাই 
উন্নয়নের ধারাবহিকতা।কথা দিলাম তোমাদের পাশেই থাকব আমরা;আজে এবং কালকেও!


সফিউল্লাহ আনসারী সফিউল্লাহ আনসারী Reviewed by Pd on মার্চ ২৬, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.