![]() |
| পরিচিতি |
তুই কবিতা লেখ, নুড়ি সাজিয়ে
হাত দুটো তুলে দিবি ওপরে
নিয়ম মতো মাটির নীচে পা
কেবল গন্ধজোড়া বুক
জাগিয়ে রাখিস পাতায়
###
বসে আছি অনন্ত সন্ধ্যা
বিরাটপুরুষ
একটা শ্বাস নেব, তোমার শ্বাস থেকে
তারপর, সমস্ত রক্তকনিকা
শুধুমাত্র ব্যাথাপরবশ
###
অনাদারে পড়ে থাকা জল
জাগিয়ে রাখে প্রিয় ঋতু কে
অথচ, আমরাই তো দেখেছি
শব ঠেলে যাওয়া জীবিত মানুষ
###
একদিন টুকরো টুকরো করে দেব সব উদাসীনতা
কিন্তু, আমি কখনো চিল দেখি নি
শঙ্খচিলের সাথে তফাত ও জানি না
###
আঘাত লেগে না যায় মেরে ফেলতে বড় কষ্ট
তার থেকে বেসে-বেসে মরে যাওয়া ভালো
###
যে স্বপ্নটা কোনভাবেই ছুঁতে পারি না
ঘুমের মধ্যে সে আমাকে ছুঁয়ে যায়
###
নাম হীন সম্পর্কে ডুব সাতটার
স্বপ্ন রা ভেসে ওঠে
বিছানায়
অবশেষে, নদী হয় ঢেউহীন
###
কথা ছিল মাটি হয়ে থাকবে আমার উঠোনে
বীজ বুনব গভীরে তোমার
উঠোনে এখন আমি একা , আর মার্বেল
###
দিগন্ত বিস্তৃত নীল সমুদ্র
উপকণ্ঠে আমি আর জীবনানন্দের চিল
###
মেঘের কণ্ঠে বিষাণ বাজলে
ফুল ঝরে পড়ে ...
হাত দুটো তুলে দিবি ওপরে
নিয়ম মতো মাটির নীচে পা
কেবল গন্ধজোড়া বুক
জাগিয়ে রাখিস পাতায়
###
বসে আছি অনন্ত সন্ধ্যা
বিরাটপুরুষ
একটা শ্বাস নেব, তোমার শ্বাস থেকে
তারপর, সমস্ত রক্তকনিকা
শুধুমাত্র ব্যাথাপরবশ
###
অনাদারে পড়ে থাকা জল
জাগিয়ে রাখে প্রিয় ঋতু কে
অথচ, আমরাই তো দেখেছি
শব ঠেলে যাওয়া জীবিত মানুষ
###
একদিন টুকরো টুকরো করে দেব সব উদাসীনতা
কিন্তু, আমি কখনো চিল দেখি নি
শঙ্খচিলের সাথে তফাত ও জানি না
###
আঘাত লেগে না যায় মেরে ফেলতে বড় কষ্ট
তার থেকে বেসে-বেসে মরে যাওয়া ভালো
###
যে স্বপ্নটা কোনভাবেই ছুঁতে পারি না
ঘুমের মধ্যে সে আমাকে ছুঁয়ে যায়
###
নাম হীন সম্পর্কে ডুব সাতটার
স্বপ্ন রা ভেসে ওঠে
বিছানায়
অবশেষে, নদী হয় ঢেউহীন
###
কথা ছিল মাটি হয়ে থাকবে আমার উঠোনে
বীজ বুনব গভীরে তোমার
উঠোনে এখন আমি একা , আর মার্বেল
###
দিগন্ত বিস্তৃত নীল সমুদ্র
উপকণ্ঠে আমি আর জীবনানন্দের চিল
###
মেঘের কণ্ঠে বিষাণ বাজলে
ফুল ঝরে পড়ে ...
রত্না ঘোষ
Reviewed by Pd
on
মার্চ ২৬, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
মার্চ ২৬, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন