সৌমিত্র চক্রবর্তী

পরিচিতি  









সিঁদুরখেলা



ফুটপাত টপকে ওপাশের সাদাকালো
জেব্রাক্রশিং পড়ে আছে নমাসের ঢিলেঢালা
গর্ভবতী অজগর সাপ হয়ে,
এপাশে ওপাশে ছিটমহল গড়ে তোলা
গতরাতের স্মৃতিদাগ খচরামি করে
দু পায়ের চলন্ত ফাঁকফোকর দিয়ে।

দুপাশের বাসি জানলার তিহার গরাদের ফাঁকে 
আরাত্রিক পাউডার উগ্র পারফিউম
একের পর এক গর্ভশ্রাব আনন্দের 
মাতাল ইচ্ছেয় খাটের ক্যাচালের মধ্যেই
হাত দিয়ে সামলে নেয় গতজন্মের
ফেড হয়ে আসা মেটে সিঁদুর। 

খদ্দেরের অচেনা পায়ের চাপে
অসহায় জেব্রাক্রশিং শুধুই বছর বছর
জনগণনার পঙ্গু মাথা বাড়িয়ে চলে,
আবগারী দপ্তর জানতেও পারেনা
সিঁথির মধ্যেই লাইসেন্সবিহীন
তীব্র মাদকের কারবার।



সৌমিত্র চক্রবর্তী সৌমিত্র চক্রবর্তী Reviewed by Pd on মার্চ ২৬, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.