শুক্লা সান্যাল

পরিচিতি









ভাবনায় তুমি



তোমাকে নতুন করে ভাবতে বসিনা...
ভাবনায় নিজেই এসে দাঁড়াও;
গ্রীষ্মের প্রখর দাবদাহে
তৃষ্ণার জল হয়ে আসো
কখনো বা ভরা  শ্রাবনে
গুরুগুরু মেঘের টঙ্কারে...

শিশির ধোয়া শরতে
শিউলির ঘ্রাণ হয়ে
তুমি ভাসো...

তুমি দীপাবলির আলো হয়ে জ্বলে ওঠো;
তুমিই আবার কখনো
নবান্নের হুটোপুটি...
শীতের কাঁপনে তুমি সরীসৃপ,
বসন্তে উতল  হাওয়া
ভাবনাগুলোও আসে না
আর, বৈরাগী মন চাওয়া...

তোমাকে ভাবিনা তো আর
ভাবনায় এসে দাঁড়াও
তুমি স্মৃতিও নও...
তুমি আমার ভাবতরঙ্গ
ভাবনায় ভেসে যাওয়া...




শুক্লা সান্যাল শুক্লা সান্যাল Reviewed by Pd on মার্চ ২৬, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.