এপার ওপার বাংলা, শুধু নারীর টানে একটু ছুঁয়ে দেখার অাশায় দুই বাংলার শত মাইল দুর হতে ছুটে অাছেন, মা, বাবা, ভাই, বোন, নাতী, নাতনী, স্বামী, স্ত্রী সহ হাজার অাপনজন। প্রতিবাছর ১০ জানুয়ারী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায়, এক পীরের বার্ষিক উরস উপলক্ষ্যে দুই বাংলার প্রশাসন বর্ডারের জিরো লাইনে, মানুষের মিলন মেলার এ অায়োজন করে থাকেন।
সেদিন খুব ভোরেই উরস চত্তর ভরে উঠে ভাগ্যের টানে দু দেশের থাকা নিকট অাত্নীয়তে। তাদের মুখের হাসি, তাদের কোলাকোলি, তাদের হাত ধরে থাকা, বৃদ্ধা মায়ের হাতে ছেলের মুখ বুলিয়ে দেবার অানন্দ চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। ওপার বাংলার মা এপার বাংলার মেয়ের জন্য রেঁধে এনেছেন মেয়ের প্রিয় খাবার, মেয়ে বাবার জন্য বা তার পরিবারের জন্য এনেছেন সামান্য কাপড়, অথবা রেঁধে এনেছেন মায়ের প্রিয় সরিষা ইলিশ।
দুই বাংলায় অবস্থানরত একটি পরিবার সে খাবার গুলি একসাথে পরম অানন্দে খান। একত্রে বসে খাওয়ার সে দৃশ্য, বেহেস্ত সুখের মত। এপার বাংলার এক ভাই হয়তো কোন দিন দেখেই নি ওপার বাংলায় বিয়ে হওয়া অাপন বোনটিকে। ভাই বোনের পরিচয়, কান্না মাখা অানন্দ সেখান কার বাতাস কেউ স্তব্ধ করে দেয়।
বিকাল হতে থাকলেই বিরহের সুর, কান্নায় ভারি হয়ে উঠে অাকাশ বাতাশ। ছেলে বলে মা অাবার দেখা হবে তো, মা বলে বাজান অার একটু সময় তোরে অাদর করবো বাপ। বোন কিছুতেই ছাড়তে চায়না ভাতিজার চিবক, ভাই অাগলে থাকে ছোট বোনটিকে, দুই ভাই জড়িয়ে থাকে দুজনের বুকের সাথে মুখে ককথা নেই, দেখলেই মনে হয় জীবন্ত বিচ্ছেদ। তবু সবাই কাটাতারের গেটে তালা পড়ার অাগেই অনিচ্ছায় বিচ্ছেদ ঘটায়।
বুক বাঁধে অাগামি বছর যদি সুযোগ হয় তো দেখা হবে।
![]() |
| পরিচিতি |
জাহাঙ্গীর হোসেন
Reviewed by Pd
on
মার্চ ২৬, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
মার্চ ২৬, ২০১৫
Rating:


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন