মোহাম্মদ আন্ওয়ারুল কবীর

পরিচিতি  









হাজারো প্রশ্নে আটকে থাকে 



হেঁয়ালী থেকেই যাবে শেষতক।
 
বেলাশেষে ডুবদেওয়া সূর্য বলে গেলো কানেকানে-
কী করে বুঝবে তুমি অ আ ক খ ;
শুরুটা যে বড়ই গোলমেলে -
 
বিভ্রমে কত কি যে দেখা
বিগব্যাং, সময়ের ভ্রণ, অঙ্কুরোদগম, বিবর্তন, কত জারিজুরি!
খিঁচুরি পাকানো পরম -
 
হাজারো প্রশ্নে আটকে থাকে সঙ্গমের বাহাদুরী।


মোহাম্মদ আন্ওয়ারুল কবীর মোহাম্মদ আন্ওয়ারুল কবীর Reviewed by Pd on মার্চ ২৬, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.