![]() |
| পরিচিতি |
সফর
তোমাকে অনুবাদ করতে করতে
শব্দ কম পড়ে যাচ্ছে
অভিধান খুঁজতে গিয়ে হাতে উঠে আসছে
সহজ রন্ধন প্রনালী
একদম পেছনের পাতায়
স্বহস্তে লিখিত তোমার আবহাওয়ার পূর্বাভাস
অথচ দেখো আমাদের ব্রেক আপের পর
সংসার গোছানোর ব্রেক ইভেনে কতো তাড়াতাড়ি
পৌছতে পারি আমরা
হৃদয় তো ইন্দ্রিয় নয়
তার কোন দায়িত্বও নেই তাই
যোনি ও লিঙ্গ শব্দরা বেশী প্রিয় হয়ে উঠলে
সেলাই শিক্ষার বইয়ের পেছনে
বোতাম সেলাইয়ের অছিলায়
গেঁথে রাখো আমাদের স্পর্শযোগ্যতা
ব্রেক আপের পর
শরীর আর মন দুজনে দুদিকে চলে গেলে
আঙুল ভাঙতে শেখে যুক্তাক্ষর
কবিতা কিম্বা কাহিনী
কোনটাই না হওয়ার আক্ষেপে ।
প্রবাল মুখোপাধ্যায়
Reviewed by Pd
on
মার্চ ২৬, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
মার্চ ২৬, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন