![]() |
| পরিচিতি |
যে পথ মৃন্ময়ীর; ভুলেছি আমি
কতদিন স্বশরীর আলো-ছায়া এই পথে
পড়েনি পদযুগল হয়তো তোমার;
আমিও কেমন ভুলেছি স্বেচ্ছায় এই পথ ক'দিন
লুকায়ে অভিমান বুকে মনচক্ষের অন্তরালে-
প্রজাপতি দিনগুলো ভুলে ।
দুপ্রান্তে দাঁড়িয়ে তবুও এ পথের সীমানা ছুঁয়ে
দ্বিধায় প্রপাত দুজন আজ অনন্ত যাত্রা পথে-
সাদাচোখে দিক-ভুলা যাত্রী বেশে ।
শুধু থেমে আছে পথ দূর সীমান্তে এসে
পথিক দুজনের- জমাট অভিমানী সিঁদুরে মেঘে
এক পসলা বৃষ্টির পূর্বাশায়- মরুময়তায়
ক্ষীণ সিক্ততার আশায় ।
থেমেছে হয়তো ভুলে থাকা সময়ের হস্তপিঠে
তাদের লুপ্ত-প্রায় ভাগ্যরেখা স্পর্শের আশায়-
মুছে যাওয়া ঝাপসা আলোছায়ায় ।
এই পথেই কী-না নির্মম থেমে আছে
আমাদের পদযুগল জোড়া অসার-অনড়;
যেন অনন্তকাল ধরে-
মায়াবী-ছোঁয়ায় পথ তার পিঠে তুলে নেয়নি
পথিক দুজনে- বিন্দু-শূন্যতার কাছাকাছি ।
আপন করেনি পথ কাউকে চিরায়ত নিয়মে
ছুড়েও ফেলেনি নির্মমতায়;
পথের বা দোষ খুঁজি কী করে- কোন ছলে !
এই পথেই যে থেমেছে-
আমাদের সাজানো কত সকাল-দুপুর-রাত
আর রামধনু-রঙের দিনগুলো;
আজ থেমে আমরা দুজন ।
আনিস খান
Reviewed by Pd
on
মার্চ ২৬, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
মার্চ ২৬, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন