সৈকত শী

পরিচিতি  











তুমি কে


তোমার শরীরে প্রতিটি অঙ্গ ছুঁতে চায়
হাজার বছরের কামার্ত ঠোঁট
জানি অনেক ব্যবহারে
তুমি ক্লিশে হয়ে গ্যাছো...
আমি তো শরীর চাইনি
এ তো অন্য তুমি, এ "তুমি" কে ?

তুমি মা হতে পেরেছো
তুমি স্ত্রী হতে পেরেছো
তুমি প্রেমিকা হতে পারনি
এ তো অন্য তুমি, এ "তুমি" কে?



সৈকত শী সৈকত শী Reviewed by Pd on মার্চ ২৬, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.