সত্যময় উজ্জ্বল

পরিচিতি  







নন্দিনী





নন্দিনী-
ভাল্লাগেনা কিছু তোকে ছাড়া
যতই হোসনা তুই বেয়ারা।
কিছুতেই ছাড়তে পারবনা আমি তোকে
যতই আঘাৎ করিস তুই আমাকে।
জেনে গেছিস তুই
বেঈমান আমি হতে পারবনা কিছুতেই
তাইতো করিস তুই ছলা কলা
আমায় নিয়ে সারাবেলা।
নন্দিনী-জেনে রাখিস তুই
আমিও মানুষ ছাড়া অন্য কিছু নই।
বড্ড ভালবাসি তোকে
তাই চাইনা তোকে নিয়ে বলুক কিছু লোকে।
পাল্টে গেছিস অনেক তুই
তাই,আমি যে আজ আর তোর নই।
অনেক দম্ভ তোর,জেনে রাখ তুই -
দম্ভ আমি করতে পারি চুরমার
আমার রয়েছে এমন হাতিয়ার

সত্যময় উজ্জ্বল সত্যময় উজ্জ্বল Reviewed by Pd on ফেব্রুয়ারি ২১, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.