মাহমুদ নজির

পরিচিতি  








খেরোখাতা




দুঃখগুলো ভুলে থাকার
উপায় খুঁজি, আকাশের ঠিকানায়
লিখি তাই রাত্রির যন্ত্রণা;বাতাসে
ছড়িয়ে দিই দিনের বেদনালিপি!
তবুও ফুরোয়না ঘুরেফিরে তাড়া করে
আমাকেই কেবল, ধেয়ে আসে
অস্থির সময় পিছে টেনে তুলে
বিতর্কের খেরোখাতা যাকে বলি
সেই বলে চুপছুটতে থাকো
আদিগন্ত পথে...



মাহমুদ নজির মাহমুদ নজির Reviewed by Pd on ফেব্রুয়ারি ২১, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.