সৈয়দ ওয়ালী

পরিচিতি 









।। সমাজ চিত্র ।।




চোখ মেললেই দেখি জীর্ণতা
কি খাদ্যে
কি জ্ঞানে
কি প্রেমে।
পিছু ফিরলেই দেখি বার্থতা
কি আমার
কি পিতার
কি জাতির।


 ।। দায় ।।




কতই না দায়
দরকারি কাজ যাচ্ছে জমে
অকৃতার্থ হেতু;ভবিতব্যে
আমিও যেনবা দিয়েছি সপে বুদ্ধ প্রয়াস সব;
যোগ্যতা প্রমানের দেশ এটি নয়
এটি
তেলুদের নোংরা ভাগাড়
এটি
ব্যক্তিপূজারীর স্বর্গ;
মিছেই সততা আর যোগ্যতার প্রশ্ন তুল না তো বিবেক
তার চেয়ে,আখের গোছাবার ধান্দা কর...



।। নিঃস্বতা ।।




তালের খোসার মত পড়ে আছি
মঁচে,
শ্বাসটুকু
খেয়ে গেছে সুদখোর;

আয়ের সুরুজ ডুবে গেছে... .
চারপাশে কৌশলী চোর।



।। সহজ মোচনা।।




ফেরারি বিলাসী জ্বরে বুর্জোয়ার চিৎ
এখনও ম্যালেরিয়া আফ্রিকায় শিশু হন্তক!
সুরভী মাতাল মেঘে নিমগ্ন বিবেক,
অঙ্গনা দোলায় কাঁপে যুবকের চোখ।

বিপন্ন বাতাস খোঁজে সহজ মোচনা......



।। সংকেত ।।




“আর কবে বুঝবেন আপনি,এ পথে
অভিনব নেই”-আসন্ন রাত্রির অন্ধকারে ডুবে যেতে যেতে
এই নীতিবাক্‌ রেখে গেল জাঁকাল অতীত;
পুরনো খড়গ,ঢাল
এতোটা অচল হল কবে!- ভাবছে সৈনিক...।


।। সমকালের ছবি ।।




কাঁপছে সময়
অশুভ শঙ্কার ঝড়ে;ক্ষুদ্ধ জনতা
দিশেহারা,পূবের আকাশে বাধছে জমাট সহিংস সংকেত;
আমাদের সংসারে
অন্যের নৃপতি কাঁহাতক! কাঁহাতক
ওই ক্রূর বিভীষণ আনবে শ্বাপদ জীবৎ জাতির বুক ফেড়ে!

মানচিত্র ময় শকুনের ব্যাস্ততা দেখার মত;
ঘুরে ঘুরে বুঝি খুনে ইতিহাস ফিরে ফিরে আসে;ফিরে ফিরে আসে
সেই সাথে খল নায়ক নায়িকার দল,ঐতিহাসিক আম্র কাননের মত।
... ... ...


সৈয়দ ওয়ালী সৈয়দ ওয়ালী Reviewed by Pd on ফেব্রুয়ারি ২১, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.