লোপামুদ্রা মজুমদার

পরিচিতি 






আত্মিক টান 




নাকের পাঁচিলে ; দু - চোখে দুই ছবি নয় ,
এখনো মানুষ-ই আছি পশু নই।
কাঁটাতার বাধা নয় স্বপ্ন দেখায় ,
জুড়ে রেখছে আমাদের এই বাংলা ভাষাই -
ডানা ভাগে দরো ; স্বৈরাচারী বোধ বোঝেনি যে কেনো ! ?
ধর্মের বিভাজনে ; মাতৃভাষা পাল্টায় ! ? কোনোদিন ! ? কক্ষনো ! ?
শুভ বুদ্ধি ; মানবতা ভালবাসা ,
জুড়ে রেখেদিলো দুই বাংলায় -
একুশে ফেব্রুয়ারী ; আজ শুধু একটা তারিখ নয় ,
বাঙালির বুকে বাঁদিকে খোদাই ;
শত শহীদের রক্তে রাঙানো ;
বাংলা মায়ের যন্ত্রণা বিদ্ধ হাসি মুখটাই।

লোপামুদ্রা মজুমদার লোপামুদ্রা মজুমদার Reviewed by Pd on ফেব্রুয়ারি ২১, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.