জয়া চৌধুরী

পরিচিতি 








আগুন আগুন জ্বালা



দারুণ ক্রোধে জ্বলতে জ্বলতে ধূপ পুড়ে
ছাই হয়ে যেতে থাকলে
ছাইয়ের ভেতর পাক খেতে খেতে
মরীয়া হয়ে খুঁজি প্রেম
দুহাতে আঁজলা ভরা ক্রোধ
মেপে নিতে নিতে
চোখ জল মাপে হরঘড়ি
অতঃপর অগ্নিজলে স্নান সারা হলে
শরীরে ছড়িয়ে নিই তোমার ঘৃণা গুঁড়ো
আগুন তাপে কালি উঠলে পরে
অঞ্জন করে পড়ে নিই তুমিময় চোখে
আমাকে পুড়িয়ে নেই করে দাও তুমি
সব কবিতারা জ্বলুক দহন দানে। 





জয়া চৌধুরী জয়া চৌধুরী Reviewed by Pd on জানুয়ারি ২৬, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.