মাহমুদ নজির

পরিচিতি  










চিত্রকল্প




একটা সুখ স্বপ্ন এঁকে চলছি আমি
একটা আলোকিত সূর্যের মুখ
একটা বটবৃক্ষ ;সোনারঙ পাখি
একজোড়া নীলবর্ণ চোখ!
যে আঙিনায় জ্বলে জোনাকির আলো
দিনরাত ছড়ায় বকুলের ঘ্রাণ
খুঁজি সেই আঙিনা আমি বারবার
মুগ্ধতায় জড়িয়ে নিতে মন প্রাণ...
তুমি যদি দাও ভালোবাসা
তুমি যদি দাও মোহনীয় গানের সুর
তবে সব দুঃখ যাবে মুছে
সব ক্লান্তি,জরাজীর্ণ ; বেদনা হবে দূর।
তুমি তাই যে ছবি আমি আঁকি,
যে আশায় প্রতিদিন বুক পেতে থাকি।




মাহমুদ নজির মাহমুদ নজির Reviewed by Pd on জানুয়ারি ২৬, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.