সেখ সাদ্দাম হোসেন

পরিচিতি  










প্রত্যাবর্তন


একটা মানুষ সংসার থেকে দূরে যাচ্ছে
বহুদূরে
দুঃখের ভায়োলিন ধরে
নেমে যাচ্ছে
বুকের পারদ ।

একটা চড়াই বিলুপ্তের দরজায় দাঁড়িয়ে
খুঁজতে চাইছে
টাওয়ারহীন সংসার ।

আমি মানুষটির হাতে তুলে দিতে চাইছি
চড়াইটির কোমল ওম
আর
দূরের নামহীন শীতল নদীটির শিয়রে
চড়ুইভাতি ঘর ।

আমি চাইছি
প্রত্যাবর্তনের ভিতর পরিবর্তনের ধারাপাত ।



সেখ সাদ্দাম হোসেন সেখ সাদ্দাম হোসেন Reviewed by Pd on জানুয়ারি ২৬, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.