আকাশ দত্ত

পরিচিতি










নিহিতা



রাস্তার জলকল চীৎকারে
প্রতিদিনের সকাল নামিয়ে আনে
যে কালো হাড়জিড়জিড়ে বস্তির মরদখাকি বউটা

রাতের না-রঙে
ধরা না দেওয়া মাঝবয়েসী মেঘে
সেও ফিরে যায় একুশ বছরে

না চাইতেও ভেবে ফ্যালে

স্বামীর কথা..
সংসারের কথা...



আকাশ দত্ত আকাশ দত্ত Reviewed by Pd on জানুয়ারি ২৬, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.