পরিচিতি |
মৃন্ময়ী- এক বিরহী কবিতা
ব্যথার জঠরে যত নীলাভ কষ্টের
ক্ষণে ক্ষণে গজানো লোনাজলের শ্বাসমূল;
দেহ-নির্যাস চোষক
পরজীবী-পরগাছার লতানো দুঃখগুলো
ধূপজ্বলা গন্ধে অকৃপণ লেপ্টে
তোমার ছায়া-প্রতিচ্ছায়ায় |
অতৃপ্ত আত্মার অফুরান তৃষ্ণার হা-পিত্যেশ;
খরা পিড়িত মনাঙ্গনে
আগ্নেয় লাভার জ্বলন্ত হাহাকার;
তোমাকে ঘিরে যত শুচি-অশুচি আকুতি-
গিরি-দুর্গম বেয়ে বেয়ে
শ্রাবনের ধবল মেঘের নীল ছোঁয়ার
প্রাণান্ত কসরত যেন চিরায়ত অভিলাষ |
মৃন্ময়ী, তুমি কেমন কষ্ট দিনের সফল সারথি;
সকল শূন্যতায় পিনপতন নীরব অনুষঙ্গ;
বাদলদিনে পথে পথে পিচ্ছিল কাদামাটি;
বেদনায় বিধুর তপ্ত ফোঁটার অশ্রুজল;
সোনালী চাদরে হঠাৎ ছায়া ঢাকা
পুঞ্জ পুঞ্জ মেঘমালা-
তুমি যেন চারণভূমে রোপিত
ধূসর বেদনার এক ঝাপি অঙ্কুরিত শষ্যদানা
স্বমহিমায় বেড়ে বেড়ে
নীলের জমিটুকু কানায় কানায় ভরিয়ে তোল-
তখন অনুভূতি জেগে উঠে পোড়ামাটি গন্ধে;
আমি সুখ বিস্মৃত হই |
মৃন্ময়ী, জাগতিক; এমনকি যৎকিঞ্চিৎ সুখ ভাবনায়
তোমার মূর্ত কী বিমূর্ত এটুকু ছায়া মেলা ভার
তুমি যেন পাথর চোখে বেদনার মহাকাল;
কষ্টের অবয়বে গড়া এক বিরহী কবিতা |
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন