শামসুন নাহার

পরিচিতি








এইসব দিনরাত্রি 


সকাল
শুরু হয় আলসেমি দিয়ে।
কাজে যেতে হবে ভাবতেই
ঘুম নামে দু'চোখ ভেঙ্গে
শরীর না মনের আলস্য বেশী
ভাবতে ভাবতেই দেরী হয় রোজ।

দুপুর
গড়ায় কড়কড়ে রোদে
কাগজপত্রে ডুবে থেকে
মগজে চিড় ধরলে
গরম চুমুক চায়ের কাপে

বিকেল
চলে যায় দেখতে দেখতেই
জ্যাম এর শহরে
বিকেলটা কাটে
শব্দ আর বায়ু দূষনে

সন্ধ্যা
নামে ঘরে ফেরার টানে
একটা চার দেয়ালের মাঝে
কেমন করে এত মায়া
জমা হয় কে জানে!

রাত
কাটে হিসেব নিকেষ কষে
না পাওয়ার পাল্লাটা ভারী হলেই
কাটে নির্ঘুম ...।



শামসুন নাহার শামসুন নাহার Reviewed by Pd on জানুয়ারি ২৬, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.