ঐন্দ্রিলা রায়

পরিচিতি  









টুকরো কথা




কেউ থাকবে পাশে
কেউ চলে যাবে
কেউ পিছু নেবে
কেউ সামনে যাবে
কেউ শুধু ভেতরেই থাকবে
জীবনটা এইরকমও
আবার জীবনটা ঐরকমও।

জীবন এইরকম হলে
রোজ রোজ স্নানঘর 
জলে জল ঢেলে 
কিছু চাওয়া বর
ভেতরের প্রেমের অন্তর ।

জীবন ঐরকম হলে
রোজ রোজ চলে যাওয়া
ঘর থেকে দূরে
অনেক দূরে...
লেগে থাকা কিছু অভিশাপ
বাইরের হিংসে
অভিমানে চলে যায়
ভালবাসার সব ছাপ ।




ঐন্দ্রিলা রায় ঐন্দ্রিলা রায় Reviewed by Pd on ডিসেম্বর ১৬, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.