![]() |
| পরিচিতি |
নারীঘাতী রীতিনীতি
আমার অন্তরে নেই প্রেমাকাঙ্খী অনূঢ়ার
নাসা-কর্ণ ছেদনের মতো কোন অশুভ লক্ষণ,
আমার হৃদয় বোঝে- প্রেম সেধে প্রত্যাখ্যাতা হলে
কতটা বেদনা জাগে
রাক্ষস-ললনা কিম্বা মানবীর বুকে;
আমার হৃদয় বোঝে-
কতটুকু মনোকষ্ট পুষে রেখে বুকে
সূর্পনখা অন্তপুরে করেছিলো একাকিনী জীবন যাপন;
অঙ্গহানি হলে তার দুর্বৃত্তের হাতে পড়ে
প্রথম যৌবনে;এ’যুগের অম্লাহত তরুণীর মতো।
বুঝি কতো ভাগ্যবতী বিনাপণে রথে চড়া
রামপত্নী সীতা;
করে নাই এতটুকু অঙ্গহানি যার
লঙ্কার অধিপতি-পাল্টা দণ্ডদাতা।
স্মরণীয় হয়ে আছে আজো তাই-
নির্দোষ রমণীর শীলহানি না করে রাবণ,
রীতিনীতি শেখে নাই নারীঘাতী-অনুজ কুমার;
অগ্রজ ছিলো যার পতিতপাবন।
অনিন্দ্য বড়ুয়া
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৬, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৬, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন