সোনালী ব্যানার্জী

পরিচিতি  









টোপ



গলার ভিতর এখনও
খচখচ করে
যখন তোমার সাধের অ্যাকোয়ারিামে
রঙিন পাখনা নেড়ে সাঁতার কাটি।

অনেকগুলেো বুদবুদে 
মিশে থাকে , "বুঝি নি !
টোপ গিললে বঁড়শিও গিলতে হবে।"

রঙিন পাথরে সাজানো অ্যাকোয়ারিয়াম।
কয় ফোঁটা জল বাড়া-কমার
খবর কে রাখে ?
তুমি তো "খুশী থাকো ,
আমার পানে চেয়ে চেয়ে ।"



সোনালী ব্যানার্জী সোনালী ব্যানার্জী Reviewed by Pd on ডিসেম্বর ১৬, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.