![]() |
| পরিচিতি |
জয় আসবেই একদিন
রাজা আর নেই প্রজাবৎসল,খোলা পথে
দাঁড়িয়ে হাতে কাটে মাথা,যারা মানেনি
তার নির্দেশ,তা সে যত অমানবিকই হোক।
শিরচ্ছেদ,বা কালাপানি-দ্বীপান্তর অথবা
খুঁচিয়ে খুঁচিয়ে মারা কুকুর-বিড়ালের মত।
তুচ্ছ ভয় প্রদর্শন সে তো আছেই ওই ভাঙা
শিরদাঁড়ার মানুষগুলোর জন্য।তাই মানুষগুলো
আজ অন্ধকার কোণে পালিয়ে ভাবে সেই
অভিষেকের দিন।পুষ্পে,পত্রে,মঙ্গল কলসে
সাজানো গৃহদ্বার,শস্য শ্যামল মাতৃভূমি
নিশ্চিন্ত জীবন আর প্রিয়ার সদাহাস্য মুখ।
আজ প্রার্থনার আড়ালে বয়ে চলে বিদ্রোহের
চোরা স্রোত,একদিন ঠিক প্রলয় আসবে।
অন্ধকার হবে আলো,মানুষগুলোও সোজা
হেঁটে সিংহাসনে উঠবে,রাজা সেদিন তোমার
অহংকার মিলাবে শূন্যে,মুকুট পড়বে ধূলায়।
দোলনচাঁপা ধর
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৬, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৬, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন