![]() |
| পরিচিতি |
অন্য জন্ম
চাঁদ, তুমি তো কখনও ভেজোনি
ঝমঝম বৃষ্টির দুপুরে …
আমি ভিজেছি, সারা শরীর জুড়ে
এক দুই করে গুনেছি বৃষ্টি ফোঁটা ।
শুষে নিয়েছি আকন্ঠ পিয়াসী আগুন
ছুঁয়ে গেছি অনন্ত বয়সের হিসাব ।
আমি বাড়িয়ে দিয়েছি চিবুক ঊর্দ্ধপানে
ক্রমে ক্রমে পেরিয়েছে সীমনা
রোমাঞ্চ ছোঁয়া…
আমি বয়ে গেছি ঢলোঢলো শরীরে
মাটির সিঁড়ি বেয়ে শত বীজের গর্ভে
আবার জন্মেছি পাতা হয়ে
ঊর্দ্ধগগনে চেয়ে ।
চাঁদ, তুমি তো যাপন করো অলস দুপুর
তবে এসো না একদিন…
সেখ সাদ্দাম হোসেন
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৬, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৬, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন