![]() |
| পরিচিতি |
সবুজ ঘাস ও একটি রক্তবিন্দু
একটি তারা খসে পড়েছিল
ঘাসের ওপর, চোখের জল হয়ে।
আরেকটি তারা টুপ করে ডুবে গেছিল,
পদ্মানদীর বুকে, রক্তের ফোঁটা হয়ে।
ঝকঝকে তারাগুলো সেই সময়টায়-
বাংলার আকাশ থেকে একটা একটা করে হারিয়ে যাচ্ছিল,
সময়ের ঘূর্ণিপাকে, রাজাকারদের ষড়যন্ত্রে,
স্বার্থলোভী কিছু দেশদ্রোহীদের বিষনজরে।
তারাদের সব আলো ভেসে গিয়েছিল
সেই পলাশীর প্রান্তর ছাড়িয়ে আরো দূরে-
কিংবা নীলাকাশের সীমানা ছাড়িয়ে -
আরো দূরে….অমৃতলোকগামী রশ্মিপথে।...
অথচ, আজ দেখো কেমন ঘাস সবুজ রঙের ওপর,
রক্তলাল সূর্য্যের ফোঁটা সেই তারাদের স্মৃতি বয়ে-
শাহবাগ প্রাঙ্গনের বিক্ষোভে,জাতীয় সমারোহে,প্রতিবাদে,
প্রজন্ম চত্বরের সমস্ত আশা আকাঙ্খার প্রতিভূ হয়ে
জীবনের লাবণ্যে প্রবর্দ্ধমান হয়ে দুলছে, উড়ছে,
এক নতুন দেশ গড়ার শপথ বুকে নিয়ে...
মৌ দাশগুপ্তা
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৬, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
ডিসেম্বর ১৬, ২০১৪
Rating:



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন