![]() |
| পরিচিতি |
কবিতা লেখার সহজ উপায়
.
সবাই দেখি কবতে লেখে
আমার বড় দুখখু ,
দোষের মধ্যে আমি আবার
ভীষণ রকম মুখ্যু ।
কেমন করে কবতে লেখে?
মিল দিতে হয় কবার ??
না মিল দিয়ে কেমন লেখে ?
ভেবেই রাত্রি সাবাড়!!
আচ্ছা এসব কোবতে লেখা
লোকগুলো সব কেমন ??
আমার যেমন হাত-পা দুখান,
ওদেরও কি তেমন ??
আচ্ছা ওদের ন্যাজ কি আছে ?
কিম্বা মাথায় শিং-টিং ??
জবাব দেবে কোন মহাজন
সেই তো ভেবে হিমশিম!!
হীরু মাতাল সামনে ছিল
তাকেই শেষে পাকড়াই,
কবতে লেখার রহস্যটা
একটুখানি বল ভাই।।
দক্ষিনা চাই, বুঝলে ভায়া
এমনি কি যায় জানা ?
আমার জন্যে জলদি করে
এক কোয়ার্টার আনা।।
কারণ দিয়ে কারন জানার
চেষ্টা করি শেষতক,
এবার হবে কাব্যি লেখা
ছাপাই হবে পুস্তক !!
আরক শেষে হাসল হীরু
বলল শোন ভাইটি,
কাব্যি লেখা ভীষন সহজ,
দিব্যি to almighty,
এই যে দেখো অমৃতরস
খাও যদি রোজ দুইবার
কাব্যি বেরোয় automatic
চিন্তা ছাড়ো এইবার।।
মৃন্ময় ঘোষ
Reviewed by Pd
on
নভেম্বর ২১, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ২১, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন