ইন্দ্রাণী সরকার

পরিচিতি  







শৈল্পিক


কোনো এক অপূর্ব রাতে 
জোছনা অবগাহনে সিক্ত 
হয়ে ছুঁয়ে দেব তোমায়।
আমার ভাস্কর্য্যনৈপুন্যে 
ভরা মুখ, মরালী গ্রীবা 
তুমি চেয়ে চেয়ে দেখো 
আর তোমার খাতায় এঁকে 
নাও তার ছবি নীলময়ূরী 
পেখমে আঁচড় কেটে।
গোলাপী ঠোঁট থেকে 
নিষ্পেষিত রঙে রাঙাও 
তোমার সারা মুখাবয়ব।
শুভ্র দুই পিরামিডের 
মাঝামাঝি তোমার নাক 
প্রেমসায়রে হাবুডুবু খায় ।
তারপরেও তারপরেও 
মসৃণ নাভি উপতক্যায় 
তুমি জোছনা শিবির পেতে 
কাঞ্চনজঙ্ঘায় হারিয়ে যাও। 
ফিরে আসো সেই পুরোনো
শৈল্পিক পদ্মফোঁটা মুখশ্রীতে।


ইন্দ্রাণী সরকার ইন্দ্রাণী সরকার Reviewed by Pd on নভেম্বর ২১, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.