মাহমুদ নজির

~ কবি পরিচিতি ~ 








বয়ঃসন্ধি


ভুলগুলো ফুল হতে পারে
যদি তুমি ফিরে তাকাও,
আদরে সোহাগে বুলাও হাত
মমতার বন্ধনে জড়াও প্রশান্ত বুকে।
স্পর্শে পেতে পারি নতুন জীবন
স্বপ্নের সিঁড়ি বেয়ে উঠতে পারি
হিমালয় আল্পস আন্দিজ!  ভেনাস
জুপিটার কিম্বা মঙ্গল গ্রহে।
হৃদয় উজার করে বলতে পারি
না বলা যতো কথা। একটি দুটি নয়
হাজার ভুলের বয়ঃসন্ধি!
 চেতনা কপাট খুলে
দ্বার উন্মুক্ত করো, ভুল গুলো
ফুল হয়ে যাক। 
বাতাসে জড়িয়ে থাক অনন্ত সৌরভ!


মাহমুদ নজির মাহমুদ নজির Reviewed by Pd on অক্টোবর ২৩, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.