![]() |
| ~ কবি পরিচিতি ~ |
ব্যবচ্ছেদ
যখন হঠাৎ কোনো আণবিক মেঘ
বয়ে আনে আমার শোকগাথা
বৈদ্যুতিক চুল্লি সহবাসে
নির্লজ্জ গেয়ে যাই,
বরফশীতল আত্মকথা...
যদি সব শেষে দেখা যায়
পড়ে আছে কিছু শ্বেতরক্ত কুচি
খুঁজেও যদি ব্ল্যাকবক্স থাকে
সন্ধান চাই-এর দলে,
রক্তাল্পতার নাম রেখো অশুচি।
অঙ্গার মুঠি নিঃশেষ হতে হতে
ক্রমান্বয়ে সাজানো থাকে
ঝুলবারান্দা ভর্তি ম্লেচ্ছ রজনীগন্ধা।
পৃথা রায় চৌধুরী
Reviewed by Pd
on
অক্টোবর ২৩, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ২৩, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন