
সনাক্ত
কিছু কুণ্ডলী পাকানো চুল পড়ে ছিল
শনাক্ত হয় নি,
তার প্রয়োজন ছিল কি ?--
বিগত কোন দিনের কথা মনে পড়বে বলে ?--
এ কথার যুক্তি নেই--
চেনা গন্ধ থাকতে পারে ?
হতে পারে সময় হারিয়েছে বলে স্মৃতির বিবর্ণতা,
অথচ দেওয়াল ছাপ,
যদিও ছবি নেই,কে কে বাঁধা ছিল দেওয়াল পরিসর ঘিরে ?
জানার ভাবনা নেই।
সময় সময়কে মুছে ফেলে
দুর্দম্য প্রতাপের নীচে ভগ্নাবশেষ !
আবার সনাক্তর কথা ফিরে আসে--কাল সরে যাচ্ছে--
বিধ্বস্তের পরতে আবার প্রলেপ,
আছি নেই,পাখনা হারাতে হারাতে
আবার জবুথবু বালক !
প্রবল মায়া জটগুলি সময় আলগা করে নিচ্ছে
শিলাপটে অবশেষ আদ্যাক্ষরটুকু--
কিন্তু শনাক্তি কোথায় !
- জব্বলপুর -
তাপসকিরণ রায়
Reviewed by Pd
on
অক্টোবর ২৩, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ২৩, ২০১৪
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন