
"বাউল"
আউলা চুলের বাউলা ফকির, গান গেয়ে যায় সবখানে,
মাটির মধ্যে মানব শেকড়, খুইজা পাবেন তার গানে।
একতারাতে সুর তুলিয়া নাচে বাউল, বাধে সুর ;
'শুনিলে প্রাণ চমকে ওঠে'-- অন্তরে তত্ত্ব নিগুড়।
আউলা ফকির, বাউলা সাধু, জটাধারী বিবাগী,
নগ্নপদ আর ভগ্নগাত্র, জগৎ-সংসারবিরাগী,
একতারাতে সুর বাধিয়া শুনাইলো সত্য বাণী-
বিধান-বিভেদ দূর করো, বন্ধ করো হানাহানি।
সকল মানুষ এক করিতে যদি থাকে সংবিধান-
মানুষ তবে পৃথক কেন? এ কেমন রঙবিধান !
সকল বিভেদ ছিন্ন করি, যাই ছুটে সে বাউলার দেশে -
বাউলের গানে 'মানুষ', বিধান-বিভেদ নির্বিশেষে।
অন্যধারা
আয়নাতে চেয়ে দেখি মুখাবয়ব
মন দেখার কিছু আয়না চাই
ভাঙ্গা গ্লাস মিথ্যে বলছে আমায়
সত্য জানার কিছু স্বচ্ছতা চাই
এক ধার আধারের অন্য আলো
উদ্ভাসিত হয় আগুন জ্বেলে
ভেঙ্গে পড়া নদীর দু'পার ঘেঁষে
ঊড়ে যায় পাখি পালক ফেলে
আমিও এখনও আগের-ই পথে
ঘর ছাড়া এক হতচ্ছাড়া
আমার শরীর ভেঙ্গে যায় রোজ-
গড়ে ওঠে স্বপ্নীল অন্যধারা।
বাবা
আমার বাবা কখনো দক্ষ নাবিক ছিলেন না
তাই তারা চিনে কি করে পথ চলতে হয়
তা নিয়ে কোন মাথাব্যথা ছিল না
এখন যখন বাবার চোখগুলো বৃদ্ধ
আমার চোখদুটি উষ্ণ ডিমের মত ফুটেছে
তখন আমি বাবার চেয়েও অন্ধ
আমার বাবা কখনো দক্ষ নাবিক ছিলেন না
নিজেকে বিলিয়ে দিতে দিতে সর্বস্ব
বাবা, এখন খিটমিটে-জঘন্য পরশ্রীকাতর
নিজের ঔরশের প্রতি বিশ্বাসহীন
কেননা, তার মতই আমি অদক্ষ।
পাঠান জামিল আশরাফ
Reviewed by Pd
on
অক্টোবর ২৩, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ২৩, ২০১৪
Rating:

সুন্দর ভাই
উত্তরমুছুনধন্যবাদ দাদা
মুছুন