দর্শনা বোস

~ কবি পরিচিতি ~ 







উৎসারিত


কেন এই নিভু নিভু উড়াল আকাঙ্ক্ষা ?
পরিযায়ী বাতুলতার স্বচ্ছ আড়াল ঠেলে
কেন এ বুভুক্ষু শিহরণ.....?

ধমনীর সবটুকু জান
কেড়ে নিল সূর্যের লাল;
আর ভৈরবীর অবাধ্য অাবেশে
সিঁদুরে লজ্জায় মাখামাখি
অাড়ষ্ট এ সিঁথির আলপথ--

ধীরে ধীরে সবকটা আলোকবর্ষের 
বাধা পেরিয়ে যেতে পারলে
কৃষ্ণ গহ্বরও যে একদিন
হীরকের উচ্ছ্বাস ছুঁতে পারে !


দর্শনা বোস দর্শনা বোস Reviewed by Pd on অক্টোবর ২৩, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.