![]() |
| ~ কবি পরিচিতি ~ |
ঘুমের বাড়ি
( জীবনানন্দ দাশ-কে )
পুকুর পাড়ে ছায়াবন । ঘাসের বিছানায়
আমার ঘুম সকাল হয়ে ফোটে ।
আমার চারপাশের নদী জল
বালিহাঁস,শিশির ভেজা কুমড়ো ফুলের গন্ধ
আমার মাথার উপর উড়ে যাওয়া
বকের ঝাঁক, সোনালী রোদ্দুরে
নতুন পৃথিবী হয়ে সাজে ।
আমি ভুলে যাই এলোমেলো গতদিন,
রুদ্ধশ্বাসে কেটে যাওয়া সময়ের মুহূর্ত ।
ওরা আজ এই মুগ্ধকর সকালে মৃতের শবদেহ;
পুড়ে গিয়ে রোদের তাপে বিলীন হয় জীবন থেকে ।
আমার জীবন এখন ঐ বালিহাঁস, ভেজা কুমড়ো ফুল
আমার রূপ এখন ঐ বকের ঝাঁক, সোনালী রোদ্দুর;
আমার ঘুমের বাড়িতে আজ ঘাসের বিছানা
আমি ঘুমাই ধীরে, জেগে উঠি আরও, আরও ধীরে ।
ইফতেখারুল হক
Reviewed by Pd
on
অক্টোবর ২৩, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ২৩, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন