মৃণ্ময় ঘোষ

~ কবি পরিচিতি ~ 







আনাড়ী 

আমার তো আর কাজের মাঝে ফুরসত নেই
দিন কেটে যায়, দিন বদলের স্বপ্ন দেখেই।
তাইতো আমার, দু এক পাতা রূপকথারা, 
আমার মতই এক্কেবারে সৃষ্টিছাড়া।
হাজার মানুষ, হাজার তাড়া এই শহরে। 
আমিও এক সংখ্যা কেবল তাদের ভীড়ে। 
ভীড়ের মাঝেই খুজে বেড়াই শুক আর সারি, 
রাজকুমারী, দত্যি দানো ডাইনি বুড়ী।
হতেই পারে ভাবনা আমার খুব আনাড়ী। 
তাহোক, তবু রূপকথাতে বাঁচতে পারি।



মৃণ্ময় ঘোষ মৃণ্ময় ঘোষ Reviewed by Pd on অক্টোবর ২৩, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.