![]() |
| ~ কবি পরিচিতি ~ |
সাঁঝবাতি
সাঁঝবাতি জ্বলে রোজ
সন্ধ্যা থেকে রাত-
পুড়তে পুড়তে শেষ সলতে ,
শেষ হয় পূরবীর তান।
নিঝুম আঁধার রাতে
একা সাঁঝবাতি -
নিভু নিভু শিখা তার
শোনে একা ভোরের আজান ।
ভুল করে ভাবা তার
আলো তুমি চিনে নেবে কবে,
বোঝেনি যে ম্লান আলো
ছোঁবে না তোমার অনুভবে ।
নিভে যাক সাঁঝবাতি
চিনেও অচেনা করে দিও।
তারার আলোয় হোক শুভ,
সব পথ আলো করে নিও।
সোনালী ব্যানার্জী
Reviewed by Pd
on
অক্টোবর ২৩, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ২৩, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন