![]() |
| ~ কবি পরিচিতি ~ |
পরী কাহিনি
রাতমোহানার ঝরণার ধারে বসে থাকত যে পরীটা সবটুকু জ্যোৎস্না ডানায় মেখে,
সে কবেই সুবর্ণরেখার জলে ডানা ভাসিয়ে উড়তে ভুলেছে।
যখন হঠাৎ করে রূপালী চাঁদটা ঝাপসা হয়ে গেল বুঝল চোখের জলেও জোয়ার আসে।
একটা ছোট্ট পাখি সঙ্গী শুধু।
ওর মিষ্টি কথায়,মিষ্টি গানে বুঝতে পারে যে তার সাথে ওই ফোয়ারার উপরে
বসানো শ্বেতপাথরের পরীটার কিছু তফাৎ এখনও আছে।
মাঝে মাঝে বাতাস দুষ্টুমি করে খোলা চুল নিয়ে খেলা করে যায় যখন ছুঁড়ে
ফেলে দেওয়া ডানাগুলোর জন্য বড্ড মনকেমন করে।
নতুন করে আকাশ ছুঁতে ইচ্ছে জাগে।
আঁজলা জলে চাঁদের প্রতিবিম্ব দেখে পরী সারারাত ধরে।
আঙুল চুঁইয়ে পড়ে যাওয়া এক এক ফোঁটা জলের ঋণ শোধ করে চোখের জলের ফোঁটায়।
ভোর হয় ।
এক টুকরো স্বপ্ন শুকনো পাতার মত ভেসে যায় সুবর্ণরেখার জলে।
সোনালি ব্যানার্জী
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ২৩, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ২৩, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন