''মধ্যাহ্নের খরায় তবু আসে প্রেম '' বইটি মোঃ আন্ওয়ারুল কবীরের প্রথম বই। প্রকাশকাল ২০১৩ ফেব্রুয়ারি । কবিতাগুলোয় পরিশীলিত শব্দ চয়ন , সুন্দর বিন্যাস, মজবুত বুনন আর ছন্দের কারুকাজ কবিতাকে করেছে ব্যাঞ্জনাময় ,কবির বক্তব্য প্রকাশের স্টাইলটি চমৎকার এটা একান্তই তার নিজস্ব ধরন। খুব সচেতন ভাবে আপন স্বাতন্ত্র্য বজায় রেখেছেন তাঁর লেখনিতে ।
![]() |
| ~ কবি পরিচিতি ~ |
চেতনার গভীর থেকে উঠে আসা উপলব্ধীর অনুরণন , বিষয়বস্তুর ভিন্নতা ,বৈচিত্র্যময় উপমা ব্যাঞ্জনাময় শব্দের ব্যাবহারে জীবন ও পারিপার্শিকতার সম্পন্ন প্রকাশ আছে তারকবিতায় , রচনাশৈলীর নান্দনিকতায় তার প্রতিটি কবিতা পাঠকের কাছে খুবই হৃদয়গ্রাহী হয়ে উঠেছে। কবি আনোয়ারুল কবিরের লেখার স্টাইল টা ভিন্ন বলেই কবিতার অঙ্গসৌষ্ঠব ও অনন্য তাই বলে অচেনা নয় বরং অচেনা জগতকে চেনা শব্দের মাধ্যমে তিনি তুলে এনেছেন যেমন ডাকছি তোমায় কবিতায় যখন তিনি বলেন ,ঈশ্বরের অধীক ঈশ্বরী মানী / তবু নও অযৌন -জড় / বাঁধভাঙ্গা জোয়ারের প্রবল গহীনে তুমি আমি হরিৎ -সপ্ন/ ভেসে সংস্কার সহসাই তুমি আমার । তার কবিতায় ধারাবাহিকতা, বহুমাত্রিকতা স্পষ্ট ও উপস্থাপনা খুব চমৎকার পড়তে গেলে কোথাও হোঁচট খেতে হয়না ।
কবির সত্ত্বায় অনুরণন তোলে দৈনন্দিন জীবন , চারদিকের হলাহল ,অস্থিরতা, রুক্ষ সময় এই সবই তার কবিতার মুল উপজীব্য । আর তাই দেখি দারুন খরায়ও কবির হৃদয়ে প্রেম আসে কাঙ্ক্ষিত জলের মতো আর তাই ''খরায় তবু প্রেম আসে '' কবিতাটি সত্যিই প্রেম পিপাসু হৃদয়ের তৃষ্ণা নিবারনে সক্ষম ।
জীবন বাঁকে কবিতাটি আমাদের নিয়ে যায় আরেক আবহে ,আমরাও ভাবতে থাকি '' হৃদয় কেন এই বিরান ভুমি '' ''ভালোবাসার ভাপে'' কবিতাটিতে তিনি বেপরোয়া প্রেমিক ,আর হারান বিভ্রম আবেগে কবিতায় তিনি আক্রান্ত হন নস্টালজিয়ায়। এছাড়া আমাকে দারুন আলোড়িত করেছে তাঁর দেহতত্ত্ব পাঠ ,কবিতাটি অবশ্য তার কোন কবিতার চেয়ে কোনটা ভাল বা বেশী ভাল তা বলা সত্যিই মুশকিল কারন প্রতিটি কবিতায় মনন ও রচনাশৈলীতে অনন্য । ব্যাক্তি জীবনে তার সখ্যতা যন্ত্রের সাথে অথচ তাঁর লেখায় ভর করে আছে প্রান - প্রাচুর্য ।
সবশেষে বলা যায়'' খরায় তবু আসে প্রেম '' বইটি সত্যই অনবদ্য সাহিত্যপ্রেমীদের যথেষ্ট সমাদর পাবে আশাকরি। এইসবই আমার পাঠপ্রতিক্রিয়া মাত্র। বোদ্ধা নই সমালোচক নই সাধারন একজন পাঠক।
![]() |
| ~ কবি পরিচিতি ~ |
মোঃ আন্ওয়ারুল কবীর
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ২৩, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ২৩, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন