মোহাম্মদ আন্‌ওয়ারুল কবীর









বৃষ্টি আমি জড়াবো তোমায়





কুন্ডলী পাকানো ভাবনা লাভায় ছুঁয়ে আছি তোমাকে। আষাঢ়ের কসম, পাঠালাম মেঘদূত, বৃষ্টি হয়ে আসব আমি।
থেকো না আর ঘরে বসে, উঠো ছাদে, বৃষ্টি আমি জড়াবো তোমায়!



ভুলি কী করে! 





মাল্টিটাস্কিং আবহে ভেবেছো বুঝি সবকিছুই ভুলে গেছি, কী করে ভুলি সেই তা তা থই থই দিনগুলোর কথা !
নিউরোণ জাগায় গোপন ফিসফিস, বলেছিলে শ্রাবণ বর্ষায় ভিজবো দুজনে, সৈকতে তুলবো ঝড়।
শ্রাবণ আসে শ্রাবণ যায়, বেলাভূমিতে গাঙচিল উড়ে একাকী।
মর্মরিত হৃদয় অহর্ণিশ উড়ায় এসএমএস, ইনবক্সটা খুলো না প্লীজ!

ঢাকা ।


মোহাম্মদ আন্‌ওয়ারুল কবীর মোহাম্মদ আন্‌ওয়ারুল কবীর Reviewed by Pd on জুলাই ৩০, ২০১৩ Rating: 5

1 টি মন্তব্য:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.