তামিম মাহামুদ






চিরকুট

-"আমার জন্মের সময় ঈশ্বরের জন্ম হয়েছিল"
সে কথা বলেছে চিঠি-
পুরনো চিরকুট।
-"প্রাচীন পঞ্জিকার গায়ে অবাধ্য অক্ষরের মতো
লেপটে থাকা খাম, প্রপিতামহের ভোঁতা তরবারি-
ইতিহাস...
... তারও আগে যীশুদা'র ক্রুশ, তীক্ষ্ণ ফলক, পাথর-
অথবা মুহাম্মদের হিজরি বসন;
আরাধ্য হেরান্বিত রাত, অন্ধকার-
মূর্ছিত ঈশ্বরের চেয়েও অধিক প্রাচীন।
আদিম দেবতাদের ঘ্রাণে স্বয়ংক্রিয় স্বরে
অনাদি নিঃসীম..."
সে কথা বলেছে চিঠি-
পুরনো চিরকুট।



হারানোর কিছু নেই...

হারানোর কিছু নেই- এই জেনে
যখনই দিয়েছি পাড়ি অলকার নন্দিনী জলে
ধূ ধূ মাঠ উড়ে গ্যাছে তুলোর মতো
কিশোরীর নিপুণ তালুতে।।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ