হৃদয় কারাগারে
তুমি কারো পানে তাকালে আমার রাগ ধরে
তোমার ঠোঁটের ফাঁক থেকে বেরিয়ে আসা ঐ মধুর হাসিটাকে
কেহ নজর দিলে আমার নয়নে অগ্নি জ্বলে
তোমার মিষ্টি মিষ্টি রোমান্টিক বাক্যগুলো অন্যরা শুনলে
আমি নিজেকে ঠিক রাখতে পারিনা
তোমার কালো কেশে খোপার ফুলগুলোতে কেহ তাকালে
ফুলগুলো সৌন্দর্য্য হারায়
আর আমার নয়নে পড়ে ছানি
তোমার হাতের চুড়ির সুমধুর ঝনঝনানি সুর কেহ শুনলে
আমার কর্ন পর্দায় ধ্বংস কম্পন বাড়ে
আমি কাউকে তোমার কোমড়ের বিছা হতে দিবোনা
তোমার চলনে পায়ের নুপুরের শব্দ শুনতে দিবোনা কাউকে
তুমি আমার শুধু আমার
তোমাকে গ্রেফতার করতে কোনো আইনের লোকের প্রয়োজন নেই
আমি তোমাকে বন্দি করবো ,পাঠাবোনা কোনো নোংড়া কারাগারে
আমি বন্দি করবো তোমাকে আমার
হৃদয় কারাগারে ।
ভালবাসার করনেই পৃথিবী রঙ্গিন
ওরা বলে ভালবাসা দুঃখ দেয়
--------- আমি বলি দুঃখ না থাকলে সুখ আসেনা
ওরা বলে ভালবাসা কষ্ট দেয়
--------- আমি বলি কষ্ট না পেলে হৃদয়ের ভাষা বুঝেনা ।
ওরা বলে ভালবাসা জীবনকে নষ্ট করে
--------- আমি বলি ভালবাসা জীবনকে জাগিয়ে তুলে
ওরা বলে ভালবাসা এলোমেলো পথে এগিয়ে যায়
--------- আমি বলি ভালবাসা আছে বলেই সরল পথে চলে ।
ওরা বলে ভালবাসা যন্ত্রনা দেয়
--------- আমি বলি ভালবাসা আছে বলেই শান্তি প্রতিষ্ঠিত হয় ।
ওরা বলে ভালবাসা দূরত্ব বাড়ায়
--------- আমি বলি ভালবাসা সেতু বন্ধনে সহায়ক হয় ।
ওরা বলে ভালবাসা অর্থহীন
--------- আমি বলি ভালবাসা ছাড়া জীবন স্বপ্নহীন
ওরা বলে ভালবাসা আলো হয় আঁধার
--------- আমি বলি ভালবাসার করনেই পৃথিবী রঙ্গিন ।
ঢাকা ।
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন