
২৪ ডিসেম্বর ২০১০ এর কবিতা
কে জানতো আজ সূর্য উঠার সময়-
এই সূর্য আমার জীবনে আর কখনই অস্ত যাবে না?
একবারও কি ভাবতে পেরেছি-
এতো স্মরনীয় হবে তোমার রক্তকাব্য।
যে পথটির জন্য আজন্ম অপোয় ছিলো পথিক
সে পথে হাঁটতে গিয়ে এমন দূর্দমনীয় কান্তি
এসে ধরবে ঘিরে, কে জানতো?
তোমার আপদমস্তকের আধিকারিক হয়ে গিয়েও
কেন এমন জলভরা চোখ আবছা দেখবে চারদিক
অনেক কিছুই জানতাম বলে যার গর্ব ছিলো এতো দিন
কেমন বোকা বোকা চোখে সরলতার কান্না এসে
ঢেকে গেলো চারদিক- জানাই ছিলো না এতো কম জানি আমি।
আজ শুধু মনে মনে হেসে যাওয়ার দিন-
আজ শুধু কান্নার দিন, আজ প্রথম পাঠের দিন
সেই সাথে আজ এই ভালোবাসার অমরত্বের দিনও।
থাক সব কিছু পড়ে থাক-
আমি শুধু সবটুকু মন প্রাণ নিয়ে বসে থাকবো
সকল কিছু উজাড় করে
নিঃস্ব হয়ে যাওয়ার তোমার পায়ের কাছে।
রাজশাহী।
আজম মাহমুদ
Reviewed by Pd
on
জানুয়ারি ০১, ২০১৩
Rating:
Reviewed by Pd
on
জানুয়ারি ০১, ২০১৩
Rating:
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন