প্রেম
কত কাল ধরে মনের ভিতরে
সযতনে রাখি অনুপল,
তবু কেন মুখে অভিমান ছায়,
মুখে হাসি চোখে জল..
মনের কথা মনই জানে,
পাইনা তো খুঁজে তল
তার অভিমানে ভয় পাই মনে
চোখ ভরে আসে জল।
তার চোখেতে চোখ রাখতেই
আমার সর্বনাশ।
নীরব প্রেমিক মনের মানুষ,
প্রেমরোগী বারোমাস।
কানু প্রেমেই মত্ত রাধা,
কানু বিনা কিছু নাই,
রাধাই কানুর প্রেম বিলাসিনী,
রাধাই কানুর রাই।
কলকাতা।
1 মন্তব্যসমূহ
মনের কথা মনই জানে,
উত্তরমুছুনপাইনা তো খুঁজে তল
তার অভিমানে ভয় পাই মনে
চোখ ভরে আসে জল।
স্মৃতি চোখে বেয়ে আসে । ভালো লিখেছেন ।
সুচিন্তিত মতামত দিন