মামনি দত্ত








কাছ থেকে দুরে

স্বপ্ন আর বাস্তবের জাল ছিড়ে
চুপিসারে হারিয়ে যায় সূর্যের কোমলতা,
শরবিদ্ধ পাখির ডানায় জমে ওঠে বরফকুচি শব্দ
এমনই তৃষ্ণার্ত সন্ধ্যায় একাকী চিলেকোঠার ঘরে
উড়ে বেড়ায় সোঁদালে বিলাপ ,
আতরদানির চারপাশে ছেড়া স্বপ্নের ভিড়
তবুও ঘুম ভাঙ্গা আলস্যের বুকে
পুরোনো প্রেম আঁকিবুকি কাটে বনজ উল্লাসে।
অর্ধেকটা সংসারে ডাল ভাত এঁটো কাটা বাসি জীবন ,
কিশোরী বেলার বৃষ্টি অপেক্ষা সাত জন্ম,
সাত সাগরের নীল চিহ্ন কিছুতেই মোছে না!
খামখেয়ালি ধ্রুবতারা ভালোবাসার স্পর্ধা
ছড়িয়েছিলো ক্ষত স্থানে।
কাছে এসেও ফিরে যাওয়া সংগত আবর্তনে।।

কলকাতা ।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন